মনিরামপুরে নতুন ভোটার হচ্ছেন ১৬ হাজার ৬৪৬ জন
হেলাল উদ্দিন : মনিরামপুরে ১৬ হাজার ৬শ’৪৬ জন নতুন ভোটার হতে চলেছেন। তবে, নতুন হালনাগাদ ভোটার তালিকায় ১১ হাজার নিবন্ধিত হলেও সঠিক ডকুমেন্টস দেখাতে ব্যর্থ হওয়ায় এখনো ৫ হাজার ৫শ’ ৪৬ জন নিবন্ধিত হতে পারেননি। তবে, এখনো অনিবন্ধিত ভোটারা সঠিক ডকুমেন্টস দেকাতে পারলে তারাও নিবন্ধিত হবে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে এসব তথ্য জানাগেছে।
জানাযায়- দেশব্যাপী গত ২০ জানুয়ারি হতে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে নির্ধারিত ফরমে তথ্য সংগ্রহ করেছেন তথ্য সংগ্রকারিরা। যারা ২০০৮ সালে ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণ করেছেন তারাই কেবল নিবন্ধিত হয়েছেন। উপজেলা নির্বাচন অফিসার ও নতুন ভোটার রেজিস্ট্রেশন কর্মকর্তা কল্লোল কুমার বিশ্বাস জানান- নিবন্ধিত ভোটারের মধ্যে নারী ভোটার ৫ হাজার ৮৮৬ এবং পুরুষ ভোটার ৫ হাজার ২১৫ জন। এছাড়া একজন তৃতীয় লিঙ্গের ভোটার নিবন্ধিত হয়েছেন।
এ উপজেলায় তথ্য সংগ্রহের জন্য ১শ’৪৭ জন তথ্য সংগ্রকারি এবং ২৯ জন সুপার ভাইজার নিয়োগ দেয়া হয়। প্রতি আড়াই হাজার ভোটারের জন্য একজন করে তথ্য সংগ্রকারি কাজ করেছেন এবং গড়ে ৫ জন তথ্য সংগ্রকারির জন্য একজন সুপার ভাইজার নিয়োগ দেয়া হয়। অনলাইন জন্ম নিবন্ধনের সনদ, নাগরিক সনদ, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, প্রত্যয়নপত্রসহ ১৪ টি ডকুমেন্টস প্রমাণ সাপেক্ষে নিবন্ধিত হতে পেরেছেন।
তিনি আরও জানান- এখন পর্যন্ত এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৬ হাজার ৫১৮ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৮০ হাজার ৫৮২ এবং পুরুষ ১ লাখ ৮৫ হাজার ৯৩৪ জন। এছাড়া ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন