ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা
ময়মনসিংহ প্রতিনিধিঃ ঈশ্বরগঞ্জে জাতীয় স্কুল-মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন(ক্রীড়া প্রতিযোগিতা-সমাপনী ও পুরস্কার) বিতরণ অনুষ্ঠিত হয়। ৬ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদুল আহমেদ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল ইসলাম,উপজেলা একাডেমিক সুপারভাইজার।এছাড়াও উপজেলার বিভিন্ন স্কুল-মাদরাসার প্রতিষ্ঠান প্রধান এবং ক্রীড়া শিক্ষকগণ ছিলেন।
অপরদিকে ঈশ্বরগঞ্জ স্থানীয় খেলার মাঠে ক্রীড়া অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের প্রারম্ভে প্রধান অতিথি ইউএনও মো: এরশাদুল আহমেদ বক্তব্যে জানান শিক্ষার্থীরা খেলাধুলায় অংশ গ্রহণ করলে মাদক সেবন এবং মোবাইলে আসক্ত হওয়ার সুযোগ থাকবেনা।একটা সুস্থ নতুন প্রজন্ম বাংলাদেশে গড়ে উঠবে। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণের একটি বিশেষ দিক ছিল অন্যান্য পুরস্কার এর সঙ্গে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদ সকল বিজয়ী খেলোয়ারদের মধ্যে মুসলমান শিক্ষার্থীদের জন্য পবিত্র কুরআন শরীফ এবং সনাতন ধর্মাবলম্বীদের ক্ষেত্রে গীতা উপহার হিসেবে দেওয়া হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন