মদনে মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মদন উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) উপজেলা মুক্ত মঞ্চে সকালে মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতি আহ্বায়ক কমিটির আয়োজনে ত্রি-বার্ষিক সম্মেলন সাবেক সভাপতি আক্কাছ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত, বিশেষঅতিথি ছিলেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ,যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, প্রাণী সম্পদ কর্মকর্তা মাসুদ করিম সিদ্দিকী,উপজেলা একাডেমী সুপার ভাইজার জোসনা বেগম।
এছাড়া ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মোঃ সাইফুদ্দিন আহম্মদ সেকুল, মদন প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল, বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক ও কর্মচারীগণ।মদন উপজেলার ১৫ টি উচ্চ বিদ্যালয় ত্রি-বার্ষিক সম্মেলন ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত করেন। এতে কেশজানি বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মোঃ আলী আহম্মদ,ও বালালী বাঘ মারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, আবু দাউদ রেজাউল করিম,সাধারন সম্পাদক পদে নির্বাচিত হন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন