রাণীনগরে জামায়াতে ইসলামী মনোনিত এমপি প্রার্থীর গণসংযোগ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/Raninagar-Pic-08-02-253-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত এমপি প্রার্থী খবিরুল ইসলাম গণসংযোগে মাঠে নেমেছেন। শনিবার সকাল থেকে রাণীনগর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি।
এদিন সকালে উপজেলা সদর বাজার থেকে গণসংযোগ শুরু করেন। এর পর পারইল বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। খবিরুল ইসলাম আত্রাই উপজেলা জামায়াতে ইসলামীর আমির এবং উপজেলার জগদাস গ্রামের আক্কাস আলীর ছেলে। তিনি আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাণীনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডা: আনজির হোসেন জানান,আগামী নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতি মধ্যে বিভিন্ন আসনে এমপি প্রার্থী মনোনিত করে প্রার্থীতা ঘোষনা করেছেন। এর মধ্যে খবিরুল ইসলামকে নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনের এমপি প্রার্থী মনোনিত করে প্রার্থীতা ঘোষনা করা হয়েছে। প্রার্থীতা ঘোষনার পর থেকে মাঠ গোছাতে গণসংযোগে নেমেছেন তারা।
গণসংযোগে রাণীনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডা: আনজির হোসেন,আত্রাই উপজেলা জামায়াতে ইসলামীর ন্যায়েবে আমির আসাদুল আল গালিব,রাণীনগর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী শামীনুর ইসলাম শামীমসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন