নীলফামারীতে শীতার্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির কম্বল বিতরণ

নীলফামারীতে শীতার্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে শহরের কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ মাদ্রাসা, উত্তর রামকলা হাফিজিয়া মাদ্রাসা এবং পুরাতন স্টেশন শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১ এর পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনো, রেড ক্রিসেন্ট সোসাইটির বিভাগীয় প্রধান (প্রশিক্ষণ ও সহ-শিক্ষা কার্যক্রম) মোহাম্মদ জামিল ইসলাম,, ছাত্র প্রতিনিধি মোহাম্মদ ইসমাইল হোসেন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মেহেদী হাসান আশিক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নীলফামারী রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দরিদ্র ও শীতার্ত মানুষের কষ্ট লাঘবে তারা প্রতি বছর এই উদ্যোগ গ্রহণ করে থাকেন। শীতবস্ত্র পেয়ে শীতার্ত মানুষজন কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।