নির্বাচনের সময়সীমার সিদ্ধান্ত নেবে সরকার: ইউএনডিপি প্রতিনিধি
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/1-83.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেছেন, তারা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) সহযোগিতা করছে। কিন্তু নির্বাচনের সময়সীমার বিষয়ে তাদের কিছুই করার নেই। সময়সীমার বিষয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে ১৮টি দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে নির্বাচন কমিশনকে সহযোগিতা করছি, আশা করছি এটি বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন হবে, যা আমাদের আকাঙ্ক্ষা। নির্বাচনের সময়ের বিষয় অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত। এ বিষয়ে আমাদের কিছু করার নেই।’
নির্বাচনের কোনো বাধা ও চ্যালেঞ্জ রয়েছে কিনা এ বিষয়ে তিনি বলেন, এটা আমার মন্তব্য বিষয় নয়।
ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন