জয়পুরহাটের পাঁচবিবিতে মাটির দেওয়াল চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/IMG_20250211_175603-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
জয়পুরহাটের পাঁচবিবিতে মাটির দেওয়াল চাপা পড়ে বাবুল হোসেন (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
(১০ ফেব্রুয়ারী) সোমবার দিবাগত রাতে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের পাড়ইল গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত বাবুল হোসেন ঐ গ্রামের মৃত মালির ছেলে বলে জানা গেছে।
নিহতের পরিবার সুত্রে জানা যায় সারা দিন কাজ শেষে ,সোমবার দিবাগত রাতে বাবুল নতুন ইটের বাড়ি করার জন্য তার ব্যবহৃত পুরাতন মাটির ঘরের দেওয়াল ভাঙ্গার কাজ করছিল। এ সময় সে অসাবধানবত দেওয়ালের মাটির নিচে চাপা পড়ে।
তৎক্ষণাৎ সেখান থেকে উদ্ধার করে পরিবারের লোকজন তাকে উপজেলা (মহিপুর) স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীনরত অবস্থায় রাতে এসে মৃত্যুবরণ করে। তার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন