সুনামগঞ্জের চাঁনপুর সীমান্তে বিজিবির জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/1-Sunamgonj-BGB-Sova-Pic-11.02.25-800x450.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সুনামগঞ্জের বহুল আলোচিত চোরাচালানের স্বর্গরাজ্য খ্যাত চাঁনপুর সীমান্তে জনসচেতনতা মূলক সভা করেছে বিজিবি। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে জেলার তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চাঁনপুর মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বিজিবির সিলেট সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন- সীমান্তে যে সকল অনাকাংখিত ঘটনা ঘটে তার অন্যতম কারণ হচ্ছে অবৈধ ভাবে অনুপ্রবেশ। আর এই অনুপ্রবেশের ফলে মাঝে মধ্যে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ও সেই দেশের নাগরিকদের রোষনালে পড়ে দূর্ঘনার শিকার হচ্ছে আমাদের দেশের সাধারণ মানুষ।
এসব ঘটনাসহ সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে আমরা বিএসএফের সাথে পতাকা বৈঠকে জোরালো প্রতিবাদ জানিয়েছি। আমরা চাই সীমান্তে অনুপ্রবেশ শূণ্যের কোঠায় নিয়ে আসতে।
বিজিবির সেক্টর কমান্ডার আরো বলেন- অবৈধ চোরাকারবারকে নিরুৎসাহিত করতে হবে। চোরাচালান রোধের জন্য আমাদের পক্ষ থেকে সীমান্তে জনবল দ্বিগুন করা হয়েছে। আর এই চোরাচালান ও মাদক প্রতিরোধে সর্বসাধারণেকে এগিয়ে আসতে হবে। সেই সাথে নিজেদের সন্তানরা যাহাতে এই ঝুকিপূর্ণ কাজে না জড়িয়ে পড়ে সেই দিকে সবাইকে বিশেষ নজর রাখতে হবে।
সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের বিজিবি কর্তৃক আয়োজিত সভায় আরো বক্তব্য রাখেন- বিজিবি অধিনায়ক একে এম জাকারিয়া কাদির, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাসেম, থানার অফিসার ইনচার্জ মোঃ দিলোয়ার হোসেন প্রমুখ।
উল্লেখ্য, সভা শেষে সীমান্ত এলাকার অসহায় গবীর ও দরিদ্র মানুষদের মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়াসহ ওষুধ বিতরণ করা হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন