নরসিংদীর শিবপুরে ডেভিল হান্ট অভিযানে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেপ্তার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/4.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নরসিংদীর শিবপুরে গত ২৪ ঘন্টায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে ইউপি চেয়ারম্যানসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জয়নগর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি নাদিম সরকার, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেন, বাঘাব ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পল্লী চিকিৎসক নুরল ইসলাম, একই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শিপন মিয়া, যোশর ইউনিয়নের চৈতন্যা গ্রামের জাহাঙ্গীর ভূইয়া, মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও গ্রামের কবির খান।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন জানান, গত ২৪ ঘন্টায ছয়জনকে গ্রেপ্তার করা হযেেছ। তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হযেেছ। শিবপুর থানার আইনশৃঙ্খলা সার্বিক পরিস্থিতি আগের চেযে অনেকটা ভালো।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন