নেত্রকোণার কুলপতাক হরিমন্দির প্রাঙ্গণে ২৪ প্রহর ব্যাপী নাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/news-pic-12.02-900x450.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নেত্রকোণার মোহনগঞ্জে কুলপতাক হরিমন্দির প্রাঙ্গণে ২৪ (৩দিন) প্রহর নাম সংকীর্ত্তন মহাযজ্ঞ সুসম্পন্ন হয়েছে।কুলপতাক, মহড়া, বল্লভপুর, লক্ষণপুর ও কান্দিপাড়া এলাকার ভক্তবৃন্দ প্রতিবছর এই মন্দির প্রাঙ্গণে যজ্ঞানুষ্ঠানের আয়োজন করে থাকে।
এ বছর ছিল ১৯ তম মহানাম যজ্ঞাসর।হাওর এলাকার প্রচুর জনসমাগম হয় এই সংকীর্ত্তন মহাযজ্ঞে।ভক্তবৃন্দের আহারের সুবিধার্থে প্রতিবছর মহাপ্রসাদের আয়োজন করে থাকে। মহাপ্রসাদ আয়োজনে প্রতিবছর নেত্রকোণা জেলা প্রশাসন সহযোগিতা করে থাকে।
আজ (১২ ফেব্রুয়ারী) সমাপন হলো কুলপতাক হরিমন্দিরে প্রাঙ্গণে আযোজিত ২৪ প্রহর(৯, ১০ ও ১১ ফেব্রুয়ারী) ব্যাপী নাম সংকীর্ত্তন মহাযজ্ঞ।এ বছর বিগত বছরের তুলনায় লোক সমাগম ছিল অনেক বেশি।উক্ত যজ্ঞানুষ্ঠানে বিপুল ভক্তবৃন্দ পূণ্য লাভের বাসনায় হরিনাম সংকীর্তন শ্রবণ করেন।
শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠান আয়োজন কমিটির সভাপতি কিশলয় খান সরকার ও সম্পাদক কাজল তালুকদার জানান, বিগত যেকোন সমযের চেয়ে ভক্তবৃন্দের সমাগম ছিল অনেক বেশি। হাওরাঞ্চলের এই ধর্মীয় অনুষ্ঠান সফল করতে মহাপ্রসাদ আয়োজনে নেত্রকোণার জেলা প্রশাসক বনানী বিশ্বাস আর্থিক সহায়তা প্রদান করেছেন। আয়োজকরা জেলা প্রশাসনসহ সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
দেশের বিভিন্ন স্থান থেকে এ বছর ৬টি কীর্তনীয়া দল অংশগ্রহণ করে। মহোৎসবে যারা হরিনাম সংকীর্তন পরিবেশন করে ভক্তদের আধ্যাত্মিক আনন্দে ভাসিয়ে তোলে তারা হলো বগুড়ার মা পদ্মাবতী সম্প্রদায়, সুনামগঞ্জের জগৎ মোহন সম্প্রদায়, ময়মনসিংহের জয় গুরু সম্প্রদায়, নেত্রকোণার বারহাট্টার জয় শিব লোকনাথ সম্প্রদায়, চাকুয়া খারিয়াজুরীর নিতাই সম্প্রদায়, বগুড়ার রাধা গোবিন্দ সম্প্রদায়
হাওরাঞ্চলের এই নাম সংকীর্ত্তন মহোৎসব শুধু স্থানীয় ভক্তদের নয়, দূর-দূরান্ত থেকে আগত ভক্তদের জন্যও বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। উৎসবে অংশগ্রহণকারীরা জানান, এমন ধর্মীয় আয়োজন মানসিক শান্তি ও ভক্তির অনন্য অনুভূতি এনে দেয়।নাম সুধা শ্রবণে তারা মুগ্ধ।
উৎসবটি সুন্দরভাবে পরিচালিত হওয়ায় আয়োজক কমিটি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই অনুষ্ঠান আয়োজনের আশাবাদ ব্যক্ত করেছেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন