কুড়িগ্রামে বাল্য বিবাহের ঝুঁকিতে থাকা কিশোরী পরিবারের অভিভাবকদের প্রশিক্ষণ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/Kurigram-Child-Marraige-Stop-Workshop-News-Photo-13.02.25.mp4.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুড়িগ্রামে বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা কিশোরী পরিবারের অভিভাবকদের দ্রæত আয় বৃদ্ধিমুলক ব্যবসা শুরু ও উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রæয়ারী থেকে ১৩ ফ্রেবুয়ারী কুড়িগ্রামের কাঁঠালবাড়ী ইউনিয়ন ফেডারেশনে অনুষ্ঠিত প্রশিক্ষণে ২৫ জন অভিভাবক অংশ নেয়।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সমাপনি দিনে অনুষ্ঠানে অংশ নিয়ে প্রশিক্ষণার্থী অভিভাবকদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন মাইটিভি কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ও টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্যসচিব এস,এম,আশরাফুল হক রুবেল, এ সময় মনিটরিং এ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার সিএনপি প্রকল্প মোঃ মিনহাজুল ইসলাম,এফ,এফ শহিদুল ইসলাম,এফ এফ নুর ইসলাম,এফ এফ,মোছাঃ বিবিজন খাতুন,এফ এফ রোমানা খাতুন ও এফ এফ সাবরিনা জাহান।
এছাড়া ৪দিন ব্যাপি এই প্রশিক্ষণে কুড়িগ্রাম সদরের যাত্রাপুর এবং ৬ উপজেলায় মোট ১২৫ জন এই প্রশিক্ষণে অংশ নেয়। দাতা সংস্থা এন আরকে টেলিথন নরওয়ে ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহায়তায় আর ডি আর এস বাংলাদেশ এর বাস্তবায়নে, চাইল্ড নট ব্রাইড সিএনবি প্রকল্পের আওতায় অংশগ্রহনকারী নারী ও পুরুষ অভিভাবককে ১৮ বছরের নীচে কোন কিশোরীকে যাতে বিয়ে না দেয় এ জন্য আয় বৃদ্ধির জন্য এককালীন ১৭ হাজার করে টাকা প্রদান করা হয়।
দ্রুত আয় বৃদ্ধিমূলক এই প্রশিক্ষনের মাধ্যমে অভিভাবকরা অর্থনৈতিক সহায়তা গ্রহনের মাধ্যমে বসতবাড়িতে বিভিন্ন সিজনে সব্জি চাষ, হাঁসমুরগী পালন, মুদি দোকান, মোবাইল ব্যবসা, টেইলারিং সহ আয়মূলক ব্যবসার লাভের মাধ্যমে বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা কিশোরীর পড়াশুনা সহ বিভিন্ন খরচ মিটাবে। সিএনবি প্রকল্পের এফ,এফ রা তা মনিটরিং করবেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন