চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ কবে, কোথায়?

বিপিএলের ডামাডোলে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সেভাবে নিতে পারেনি বাংলাদেশ। ওয়ানডে না খেললেও টি-টোয়েন্টিতে ব্যস্ত ছিলেন ক্রিকেটাররা। চ্যাম্পিয়ন্স ট্রফির ফরম্যাট ওয়ানডে। টুর্নামেন্টকে সামনে রেখে শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। কাজ করছেন নিজেদের শক্তি-দুর্বলতা যাচাইয়ে।

মূল আসর শুরুর আগে হাতে অবশ্য সময় আছে। এরমধ্যে সুযোগ পাচ্ছে একটি প্রস্তুতি ম্যাচ খেলারও। একেবারে তাই প্রস্তুতি ছাড়া নামছে না শান্তবাহিনী। আইসিসির যেকোনো ইভেন্টের আগে দলগুলো প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পান। এবারও ব্যতিক্রম ঘটেনি। নিজেদের ওয়েবসাইটে চারটি প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে আইসিসি।

বাংলাদেশের একমাত্র প্রস্তুতি ম্যাচ আগামী ১৭ ফেব্রুয়ারি। পাকিস্তান শাহিনসের বিপক্ষে দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। সময় নির্দিষ্ট না করলেও আইসিসি জানিয়েছে, ম্যাচটি হবে দিনরাত্রির।

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি, ভারতের বিপক্ষে দুবাইয়ে। ফলে, পাকিস্তান শাহিনসের সঙ্গে প্রস্তুতি ম্যাচটি দলের জন্য হতে পারে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার দারুণ সুযোগ।

এদিকে, বাংলাদেশ তিন বিভাগেই ভালো করবে এমন প্রত্যাশা অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। সবাইকে দায়িত্বশীল বলেও আখ্যা দেন তিনি। শান্ত বলেন, ‘একটা সময় আমাদের দেশে রিস্ট স্পিনার (লেগ স্পিনার) ছিল না। এখন রিশাদ আছে। পেস বোলিংয়ে আমরা ভালো করছি। সবাই দায়িত্ব নিয়ে খেলছে। সবমিলিয়ে আমার মনে হয় ভারসাম্যপূর্ণ একটি দল হয়েছে।’