১৫ দিনের মধ্যেই ‘ডি’ইউনিটের ফলাফল, আশ্বাস জবি উপাচার্যের

দুই সপ্তাহের মধ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ডি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) সামাজিক বিজ্ঞান অনুষদের (ডি ইউনিট) প্রথম শিফটের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি বলেন, “বেশ কয়েকবছর পর আমরা লিখিত পদ্ধতিতে পরীক্ষা নিয়েছি। খাতা দেখাটা একটু চেলেঞ্জিং হবে। তবে আমরা যত দ্রুত সম্ভব ফলাফল প্রকাশের চেষ্টা করব। আশা রাখি, দুই সপ্তাহের মধ্যেই আমরা ফলাফল প্রকাশ করতে পারব।”

শিফটভিত্তিক আলাদা প্রশ্নের কারণের ফলাফল কীভাবে প্রকাশ করা হবে জানতে চাইলে উপাচার্য বলেন, “যেহেতু এবার আমাদের প্রতিটি ইউনিটে শিফটভিত্তিক পরীক্ষা হচ্ছে সেক্ষেত্রে ফলাফলও প্রতি শিফটে আলাদা করে দেওয়া হবে।ফলাফল প্রতি শিফটে উপস্থিতির সমানুপাতিক হারে আলাদা করে প্রকাশ করা হবে।”

সর্বশেষ ২০১৯-২০ শিক্ষাবর্ষে লিখিত পরীক্ষার মাধ্যমে স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ওইবছর শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি সর্বমোট জিপিএ হিসাব করে প্রথম দফায় শিক্ষার্থী বাছাই করে প্রতিষ্ঠানটি। পরে তাদের মধ্যে লিখিত পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। এরপর মহামারী করোনাভাইরাস ও পরের তিন শিক্ষাবর্ষে শিক্ষালয়টি গুচ্ছভুক্ত হয়ে ভর্তি পরীক্ষা নেয়।

এবার গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে নিজেদের মত করে ভর্তি পরীক্ষা শুরু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।