‘আমরা সনাতনী ৯৫’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বন্ধুদের মহা মিলনমেলা

জমকালো আয়োজনে উদযাপিত হলো এসএসসি ’৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি এবং ‘আমরা সনাতনী ৯৫’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার শ্রী শ্রী রমনা কালী মন্দিরে সারা দেশের সনাতনী ’৯৫ ব্যাচের বন্ধুরা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন এই মহা মিলনমেলায়।

অনুষ্ঠানের আহ্বায়ক টুটুল ভট্টাচার্য্য বলেন, প্রাণের টানে, বন্ধুত্বের টানে, ভালোবাসার টানে আমরা সবাই একত্রিত হয়েছি। শুধু আজ নয়, আগামীতে আরও বড় পরিসরে এই আয়োজন করা হবে।

প্রথম বর্ষপূর্তির আহ্বায়ক ছিলেন রজত চক্রবর্তী। তিনি বলেন, এই আয়োজন আমাদের একে অপরের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ করে দেয়। সুখ-দুঃখ ভাগাভাগির মধ্য দিয়ে বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হয়। ভুলত্রুটি ভুলে একসঙ্গে পথ চলতে হবে, এগিয়ে যেতে হবে। অর্থ সম্পাদক সুজন কৈরী বলেন, আয়-ব্যয়ের হিসাবের মতো বন্ধুত্বের কোনো হিসাব নেই, আছে শুধু ভালোবাসা।

অনুষ্ঠানে উপস্থিত বন্ধুরা এমন আয়োজনে অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করেন। এটি শুধু একটি আয়োজন নয়, এটি বন্ধুত্বের বন্ধন দৃঢ় করার প্ল্যাটফর্ম বলেন তারা। এসময় অন্যান্যদের মাঝে বিশেষ করে সদস্য সচিব পিন্টু, শিল্পী প্রভাকর, এডভোকেট বিজয় তাদের অভিব্যক্তি প্রকাশ করেন।

মিডিয়া ব্যক্তিত্ব প্রশান্ত দাস বলেন, বন্ধুত্বের বন্ধনে আমরা এক হয়েছি। ৩০ বছর নয়, ৩০০ বছরেও এই আয়োজন চলবে। ভবিষ্যৎ প্রজন্ম একে এগিয়ে নেবে এবং বেগবান করবে। এটি আগামীর বাংলাদেশ বিনির্মাণে একটি উদাহরণ হয়ে থাকবে।

প্রতিষ্ঠাতা সংগঠক পঙ্কজ বলেন, এই আয়োজন আমাদের সবার জন্য, সমগ্র বাংলাদেশের জন্য। তিনি অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান।

জাতীয় সংগীত ও পূজা প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।