মাদারীপুরে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মাদারীপুরে হাজী হোনাউল্লাহ্ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রæয়ারী) সকালে সদর উপজেলার ঘটনাঝি ইউনিয়নের করদী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের সভাপতি আব্দুর রশিদ হাওলাদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিষ্ট্রার মোহাম্মদ সোহেল-উজ্জামান।

এসময় তিনি সকলের উদ্দেশে বলেন, অনেকেই জন্মভিটা, জন্ম মানুষ ভুলে যায়, তাহলে আপনি বেশি দূর যেতে পারবেন না। নিজের অস্তিত্ব কে ভুলে গেলে আপনার অস্তিত্ব থাকবে না। তাই সবাইকে আহবান জানাই নিজের গ্রাম ও জন্মভ‚মি কে ভুলে গেলে চলবে না। আত্ম চেতনায় ও সকলের কাছে পরিচয় দিতে হবে নিজের সম্পর্কে। আজকে আমার গ্রামে যারা এই মহৎ উদ্যোগ নিয়েছে আমি তাদের কে স্বাগত জানাই।

হাজী হোনাউল্লাহ্ কল্যাণ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মো: শহীদুল ইসলাম হাওলাদারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক হাজী রুহুল আমিন শিকদার, প্রকৌশলী হাসান সাজ্জাদ, আইনজীবী মো: সোহাগ খান, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তোতা মিয়া হাওলাদার, সদস্য মো: শাহ আলম ও মো: সাজ্জাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ওমর আলী শিকদার ও মানজারুল ইসলাম জাহাঙ্গীর খান, একতা নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক চায়না শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় মো: শহীদুল ইসলাম হাওলাদার বলেন, হাজী হোনাউল্লাহ্ কল্যাণ ফাউন্ডেশনের মূল কাজ হচ্ছে মানবতার সেবায় আত্ম নিয়োগ করা করা। এই সমাজে যারা অসহায়, হতদরিদ্র এতিম ও দুঃস্থ মানুষ আছে তাদের কল্যাণে কাজ করা।

সমাজে পিছিয়ে পড়া মানুষকে সাহায্য সহযোগিতা করার উদ্দেশ্যে আমাদের এই হাজী হোনাউল্লাহ্ কল্যাণ ফাউন্ডেশন গঠন করা হয়েছে। আজকে মাহে রমজান উপলক্ষে শতাধিক অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এসব সামগ্রীর মধ্যে রয়েছে ১ কেজি ডাল, চিনি, ছোলা ও মুড়ি। ভবিষ্যতে আমাদের এ ধরণের সকল ভালো কাজ অব্যাহত থাকবে।