‘গণতন্ত্র হত্যা করে বাকশাল কায়েম করেছিলেন মুজিব’

শেখ মুজিবুর রহমান রাওয়ালপিন্ডির প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক। তিনি বলেন, ‘গণতন্ত্র হত্যা করে দেশে বাকশাল কায়েম করেছিলেন।’

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, ‘গণতন্ত্র হত্যা করে দেশে বাকশাল কায়েম করেছিলেন। সব দল নিষিদ্ধ করেছিলেন, মাত্র চারটি সংবাদপত্র চালু রেখে বাকি সকল সংবাদমাধ্যম বন্ধ করে দিয়েছিলেন।

শেখ মুজিব মারা গেছেন তার অহংকারের জন্যই।’ ফারুক বলেন, ‘বাংলার সংস্কার মানুষ বুঝে না, মানুষ জানে জিনিসপত্রের দাম কীভাবে কমে পাওয়া যায়, কীভাবে রাতে নির্ভয়ে দরজা খুলে ঘুমানো যাবে। মানুষ চায় সুষ্ঠু ও সুন্দর দেশ। মানুষ চায় রাস্তায় চলাচল করার সময় যাতে কোন ধরনের বিড়ম্বনার শিকার না হয়।’

ফারুক অন্তর্র্বতীকালীন সরকারের কাছে প্রশ্ন রেখে বলেন, ‘এখনও ২০১৪, ২০১৮, ২০২৪ নির্বাচনে দায়িত্ব পালন করা ডিসি-এসপিদের গ্রেফতার করা হয়নি কেন? শেখ হাসিনার সরকারের আমলাদের দিয়েই বিরোধীদের ওপর দমন-পীড়ন চালানো হয়েছিল।’

নীলফামারী জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহরুল আলম, সদর উপজেলা জাসাসের সভাপতি অরঙ্গজেব সুজন, দপ্তর সম্পাদক নূরে আলম সিদ্দিক, মহিলা বিষয়ক সম্পাদিকা বদরুন নাহার ববি। এছাড়াও কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির নেত্রীবৃন্দ।