সাজেকে অগ্নিকাণ্ডের ঘটনা অনুসন্ধানে ৫ সদস্যের কমিটি গঠন

রাঙ্গামাটির সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা অনুসন্ধানে জেলা প্রশাসন ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এই কমিটি আগুনের কারণ অনুসন্ধান করবে এবং দুর্ঘটনা প্রতিরোধের জন্য সুপারিশ দেবে। প্রশাসন আশা করছে, দ্রুত তদন্তের মাধ্যমে আগুনের প্রকৃত কারণ উদ্ঘাটিত হবে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ’র স্বাক্ষর করা এক অফিস আদেশে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। তদন্ত কমিটিকে আগামী সাত কার্য দিবসের মধ্যে অগ্নিকাণ্ডের উৎস ও কারণ খুঁজে বের করে দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ দিতে বলা হয়েছে।

এই কমিটি প্রয়োজনে অতিরিক্ত সদস্যও নিয়োগ করতে পারবে।

তদন্ত কমিটিতে রাঙ্গামাটি পার্বত্য জেলার স্থানীয় সরকারের উপপরিচালক মো. মোবারক হোসেনকে আহ্বায়ক এবং বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরীন আক্তারকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন রাঙ্গামাটির সহকারী পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল), রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের সহকারী পরিচালক এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (দীঘিনালা) সহকারী প্রকৌশলী।