ধর্ষণে অভিযুক্তকারীদের দ্রুত বিচারের দাবি: সাধারণ ছাত্র জনতার

সারাদেশে চলমান ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ ছাত্র জনতা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে সমাবেশ করে, একটি বিক্ষোভ মিছিল বের করেন তাঁরা। বিক্ষোভ মিছিলটি শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কাছে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেন সাধারণ ছাত্র জনতা।

সমাবেশে বক্তারা বলেন, মাদকের ব্যাপারে জিরো টলারেন্স করতে হবে, ইভটিজিং বন্ধ করতে হবে, প্রত্যেকটা ধর্মেই এধরনের অনাচার, অবিচারকে নিরুৎসাহিত করা হয়েছে। সমাজ থেকে সকল অন্যায় অবিচার দূর করতে হবে।

সমাবেশে বক্তারা ধর্ষণের অভিযোগে অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি জানান। একই সাথে তারা সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার এবং অপহরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

সমাবেশে পদার্থবিজ্ঞান বিভাগের (অনার্স ৪র্থ বর্ষ) শিক্ষার্থী মোঃ শহিদুল ইসলামের, সঞ্চালনায় বক্তব্য বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক এবং ছাত্র উপদেষ্টা মোঃ কামাল উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক জুঁই চাকমা, শিক্ষার্থী তানজিনা আক্তার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ (অনার্স ২য় বর্ষ), দিপ্ত চাকমা, এইচএসসি ২০২৪, হোসাইন মল্লিক, ইংরেজি বিভাগ (অনার্স ৩য় বর্ষ), মোঃ সাইমুন ইসলাম, ব্যাবস্থাপনা বিভাগ, (অনার্স ৩য় বর্ষ), মোঃ ইমাম হোসেন, গনিত বিভাগ ( অনার্স ৩য় বর্ষ), ওয়াহিদুজ্জামান রোমান, গনিত বিভাগ (অনার্স ৪র্থ বর্ষ) প্রমূখ।