বগুড়ার শিবগঞ্জে যুবদল নেতার বাসভবনে হামলা ৯ জনের বিরুদ্ধে মামলা

বগুড়া শিবগঞ্জ উপজেলার যুবদলের সিনিয়ির সহ-সভাপতি রনি মিয়ার বাসভবনে গত ২৪শে ফেব্রæয়ারী সন্ধ্যায় ককটেল ও পেট্রোল বোমা হামলার ঘটনায় শিবগঞ্জ থানায় ৯জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে শিবগঞ্জ থানায় আহত যুবদল নেতা রনি মিয়া বাদী হয়ে এ মামলা দায়ের করে। মামলার আসামিরা হলেন, পিয়াল (৫৫), লিপি বেগম (৩৫), এনামুল হক (৪৫), অমিত হাসান (৩৫), বিদ্যুৎ (৩২), তোফা (৫৫), সাগর (৩৫), মোকাররম হোসেন খোকন (৩২), হারুনুর রশিদ (৫০)।

এমামলায় ৫/৭ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান বলেন, যুবদল নেতার বাড়িতে হামলার ঘটনায় ৯জনকে আসামি করে থানায় মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।