বগুড়ার শিবগঞ্জে ভূমিদস্যু মাটি খেকো মতিন গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জে ভূমিদস্যু মাটি মতিনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১টায় তাকে আদালতে প্রেরণ করা হয়। মতিন পৌর এলাকার বেড়াবালা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মতিন শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রির ব্যবসা করে আসছিলো। মতিন প্রতারণা করে উপজেলার বিভিন্ন ইটভাটার মালিক ও কৃষকদের মাটি কেটে দেওয়া ও নেওয়া ব্যাপারে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে।

তাই সে পাওনাদারদের টাকা না দেওয়ার জন্য কৌশলে জীবন যাপন করতো। মাটি খেকো মতিনের গ্রেফতারের খবর পেয়ে এলাকার কৃষকদের মাঝে সস্তি ফিরে এসেছে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান বলেন, চেক জালিয়াতিসহ প্রতারণার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।