যশোরের রাজগঞ্জে রাস্তার পাশের মৃত একটি কৃষ্ণচুড়া গাছ যেন মরণ ফাঁদ

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ-ত্রিমোহনী সড়কের রাজগঞ্জ বাজারের (স’ মিলের পাশে) রাস্তার ধারে একটি কৃষ্ণচুড়া গাছ প্রাকৃতিকভাবে মরে কান্ডের নিচে পচন ধরেছে। এই গাছটি যে কোনো সময় ভেঙ্গে পড়তে পারে। এতে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের ব্যাপক ক্ষতি হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

গাছটি অপসারণের জন্য স্থানীয় দোকানদার ও বাসিন্দারা সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছেন। কিন্তু এখনো কোনো প্রতিকার পাওয়া যায়নি। রাজগঞ্জ-ত্রিমোহনী সড়কটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ ও ব্যস্ততম। এই সড়কে প্রতিদিন হাজার হাজার যানবাহন ও পথচারী চলাচল করে। মরা গাছটি আকস্মিকভাবে ভেঙ্গে পড়লে ব্যাপক জানমালের ক্ষতির সম্ভাবনা রয়েছে।

এই গাছটির পাশেই চার তারের বিদ্যুত লাইন ও অনেকগুলো দোকানঘর অবস্থিত। দোকানদার ও পথচারীরা এই গাছটিকে ঘিরে ভেঙ্গে পড়ার ভয়ে সব সময় আতংকে থাকে।

স্থানীয় ব্যবসায়ী মোঃ আব্দুস সাত্তার, মোঃ শফিকুল ইসলাম ও মাসুদ রানা জানান- উল্লেখিত গাছটি অপসারণের জন্য মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন জমা প্রদান করা হয়েছে।

যার রিসিভ কপি আমাদের কাছে আছে। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও গাছটি অপসারণ করা হয়নি। সমূহ ক্ষয়-ক্ষতি থেকে পরিত্রাণের জন্য গাছটি দ্রুত অপসারন করা প্রয়োজন।