বগুড়ার শিবগঞ্জে বসতবাড়ির পানি নিষ্কাশন বন্ধের অভিযোগ

বগুড়ার শিবগঞ্জে বসতবাড়ির পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে গতকাল শিবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী কিচক ইউনিয়নের ভাকুনদাহার গ্রামের কৃষক মাহবুর রহমান। প্রায় একমাস পুর্বে প্রতিপক্ষ একই গ্রামের আশরাফ আলী হাজী ও তার ছেলে আনিছুর রহমান মাহবুরের বাড়ির নলক‚পের পানি নিষ্কাশন বন্ধ করে দেয়।

এবিষয়ে কৃষক মাহবুর রহমান বলেন, প্রায় ৪০ বছর যাবৎ আমাদের বাড়ির পানি যে পথে নিষ্কাশন হতো সেই পথটি প্রতিপক্ষরা বন্ধ করে দেয়। আমাদের বাড়ির পানি বের হওয়ার মতো কোনো আর রাস্তা নেই। এতে করে গবাদি পশুর মলম‚ত্রসহ আমার বাড়ির পানি উঠানে আটকে থাকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এ অবস্থা থেকে প্রতিকারের জন্য থানায় অভিযোগ দায়ের করেছি।

প্রতিপক্ষ আশরাফ আলী হাজী বলেন, কবরস্থান থাকায় জায়গাটি উচু করা হয়েছে। এতে করে পানি নিষ্কাশন বন্ধ হলেও বিকল্প পথ রয়েছে। কিচক ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন জানান, পানি নিষ্কাশন বন্ধ রয়েছে এমন খবর শুনে মাহবুরের বাড়িতে গিয়েছিলাম। পানি নিষ্কাশনের জন্য উভয় পক্ষের সাথে সমাধান এর জন্য কথা বলেছি।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান বলেন অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।