নওগাঁ সদর বিএনপির নির্বাচনে রাজা সভাপতি ও তুহিন সাধারণ সম্পাদক নিবাচিত

এক যুগপর গত ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি) নওগাঁয় সদর উপজেলা কাউন্সিল হয়েছে,যেখানে ভোটাররা ব্যালট পেপারের মাধ্যমে তাদের প্রত্যক্ষ ভোট প্রদান করেন।

নিবাচনে দেওয়ান মোস্তাক আহমেদ (রাজা) সভাপতি ও শ . ম . আ আল কাফী তুহিন সাধারণ সম্পাদক নিবাচিত হয়েছেন। নওগাঁ সদর উপজেলা বিএনপির সর্বশেষ কাউন্সিল হয়েছিল ২০১২ সালে। যেখানে ৭১ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু এবং সাধারণ সম্পাদক আ স ম আল কাফী তুহিন।

বর্তমানে মোট ভোটার রয়েছে ৮৫২ জন। সদর উপজেলা বিএনপির সভাপতি পদে দুইপ্রার্থী -দেওয়ান মোস্তাক আহমেদ (রাজা) ওমো. সারওয়ার কামাল প্রতিদ্বন্দ্বীতা করেন। সাধারণ সম্পাদক পদে চারজন প্রার্থী, মোঃ আব্দুস সালাম পিন্টু, মোঃ নাদিম কুদ্দুস, সরদার সাইফুল ইসলাম সাজু এবং শ . ম . আ . আল কাফী তুহিন।

সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রার্থী। মোঃ খালেদ হাসান (লিপ্ত), মোঃ রফিকুল ইসলাম, মোঃ আরিফুল হক রানা এবং মোঃ ওবাইদুর রহমান নিবাচনে নওগাঁ সদর উপজেলা বিএনপির দেওয়ান মোস্তাক আহমেদ (রাজা) সভাপতি ও শ . ম . আ. আল কাফী তুহিন সাধারণ সম্পাদক নিবাচিত হয়েছেন।

নির্বাচনের দায়িত্ব পালন করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার মো: ফারুকুজ্জামান ফারুক, সহকারিনির্বাচন কমিশনার এ্যাড. মিনহাজুল ইসলাম ওমো. মোশারফ হোসেন।’ সকাল ৯টা থেকে নওগাঁ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) নওগাঁ সদর উপজেলা বিএনপির ভোটগ্রহণ চলে বিকেল ৩টা পর্যন্ত।