ঠাকুরগাঁর পীরগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সেক্রেটারী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক যুবলীগ নেতা হারুন উর রশিদ পারুল এবং হাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গয়া নাথ রায় গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

পারুল চেয়ারম্যানকে সোমবার (৩ মার্চ) দিবাগত রাতে পৌর শহরের রঘুনাথপুরের নিজ বাড়ি থেকে এবং গয়া নাথ রায়কে খটশিংগা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, বৈষম্য বিরোদী ছাত্র আন্দোলন দমাতে ককটেল বিস্ফোরণ ঘটনো সহ হামলা ও মারপিটের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।