লালমনিরহাটের ছেলে জয়ন্তের ফেরা হলো না বাড়ি


লালমনিরহাটের কালীগঞ্জে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জয়ন্ত কুমার রায় (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলার ব্র্যাক মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জয়ন্ত কুমারের বাড়ি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে। তিনি ওই গ্রামের ধরনি কান্ত রায়ের ছেলে। ওষুধ কোম্পানির একজন প্রতিনিধি হিসেবে কাজ করতেন তিনি।
জানা গেছে, জয়ন্ত কুমার রায়ের বাচ্চার আকিকার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে তার বাড়ি লালমনিরহাটের দিকে আসতে ছিলেন।
পথি মধ্যে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলার ব্র্যাক মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
চলবলা ইউনিয়ন পরিষদের তেঁতুলিয়া (৯ নং ওয়ার্ড) ইউপি সদস্য মোজাম্মেল হক মোজাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন