নওগাঁর বদলগাছী ইটভাটায় ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড

নওগাঁর বদলগাছী উপজেলার ২ টি ইট ভাটায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (০৫ মার্চ) দুপুর ২ টার সময় উপজেলার মধুরাপুর ইউনিয়নের চাঁপাইনগর মেসার্স নাহার ব্রিকস ফিড ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ধারা ৪ লঙ্ঘণে ১৪ ধারা মোতাবেক ৭০ হাজার টাকা জরিমানা ও ওপর দিকে আদায়পুর ইউনিয়নের মাদবপাড়ার মেসার্স দীপ্তি ব্রিকস ফিস ইটভাটায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান ছনি।

এসময় তিনি জানান, ইট প্রস্তত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ মোতাবেক সঠিক কাগজপত্র না থাকায় উপজেলার ৩৫ টি ইটভাটার মধ্যে ২ টি ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে এবং জরিমানা আদায় করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানান।