জাতিসংঘ মহাসচিব আসছেন ১৩ মার্চ


জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস চার দিনের এক সফরে আগামী ১৩ মার্চ বাংলাদেশে আসছেন। এই সময়ে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন তিনি। এ ছাড়াও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন।
মিয়ানমারের সামরিক জান্তা সরকারের নিবর্তনমূলক কর্মকাণ্ডের মুখে দেশটির রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষদের সংকট মোচনের বিষয়ে আলোচনার জন্য জাতিসংঘ এ বছর একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে। কাতারে বাংলাদেশ সরকারের অনুরোধে সম্মেলনটি আয়োজন করা হতে পারে। এ সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবে জাতিসংঘের মহাসচিব ঢাকা সফরে আসছেন।
জাতিসংঘ মহাসচিব হিসেবে গুতেরেস ২০১৮ সালে প্রথম ঢাকা সফর করেন। আগামী ১৬ মার্চ তাঁর ঢাকা ত্যাগের কথা রয়েছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন