রাঙামাটি ভারতীয় সিগারেট পাচারের সময় আটক ৪

৩৬ লাখ টাকা মূল্যের ৩১ কার্টুন ভারতীয় সিগারেট পাচারের সময় ৪ জনকে আটক করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (৬ মার্চ) ভোরে রাঙামাটির কাউখালী উপজেলার বেতছড়ি গুচ্ছগ্রাম এলাকার একটি বাড়ি থেকে এসব সিগারেটর আটক করে নিরাপত্তাবাহিনীর একটি দল। এ সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৩ জন ও বাড়ির মালিককে আটক করা হয়।

আটককৃতরা হলেন– কাউখালী উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মো. ইসমাইল (৩৮), উপজেলা তাঁতী দলের যুগ্ম সম্পাদক মো. রিপন (৩৫), কাউখালী উপজেলা যুবদলের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক সেলিম মাহমুদ (৪০), ওই বাড়ির মালিক মো.শামসুদ্দিন।

কাউখালী থানার ওসি সাইফুল ইসলাম সোহাগ বলেন, ‘৩৬ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের ৩ লাখ ১০ হাজার শলাকা অরিস ও মন্ড সিগারেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাড়ির মালিকসহ ৪ জনকে আটক করা হয়েছে। আটকৃতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান। এর সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।’

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাঙামাটি জেলার ভারত সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন রুট ব্যবহার করে এসব ভারতীয় অবৈধ সিগারেট পাচার করে আসছে পাচারকারী একটি সংঘবদ্ধ চক্র।

বৃহস্পতিবার পাচারের লক্ষ্যে ভারতীয় ৩১ কার্টন ওরিশ ও মুন সিগারেট পাচারের জন্য নিয়ে আসে। ভোর হয়ে যাওয়ায় আটককৃতরা বেতছড়ি এলাকার জনৈক শামসুদ্দিনের বাড়িতে লুকিয়ে রাখে। এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি টিম ঘটনাস্থলে এসে সিগারেটসহ চার জনকে আটক করে।

কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব মেম্বার বলেন, ‘আটককৃত সেলিম, ইসমাইল ও রিপনকে বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত থাকার অপরাধে দল থেকে অনেক আগেই বহিষ্কার করা হয়েছে।