রাঙ্গামাটিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

“অধিকার, সমতা, ক্ষমতায়ন নারীও কন্যার উন্নয়ন ” এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৮ মার্চ) সকাল ১১টায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক বিভাগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ)।
এসময় অনুষ্ঠানে অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক)মোহাম্মদ রুহুল আমীনের সভাপতিত্বে জেলা মহিলা অধিদপ্তরের উপপরিচালক অনুকা খীসা, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহ্রাজ শারবীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নাদিরা নূর, সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা সহ নারী উদ্যোক্তা, বিভিন্ন এনজিও সংস্থার সদস্য ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ হাবিব উল্লাহ বলেন, নারীরা শিক্ষিত হলে সমাজ শিক্ষিত হবে। নারীর অধিকার নারীকেই আদায় করে নিতে হবে। রাষ্ট্রে তখনই নারীর অধিকার পরিপূর্ণ বাস্তবায়ন সম্ভব, যদি পরিবারে নারীর সমান অধিকার পাওয়ার পরিবেশ তৈরি হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই আন্দোলনে নারীদের ভূমিকা অনস্বীকার্য। নারী উন্নয়নে নারী-পুরুষ নির্বিশেষে সকলেই সহযাত্রী হিসেবে কাজ করবে এটাই সবার প্রত্যাশা।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন