বগুড়ার শিবগঞ্জে নাগরিক সমাজ সংগঠনের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত

বগুড়ার শিবগঞ্জে নাগরিক সমাজ সংগঠনের (সিএসও) ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টায় শিবগঞ্জ কৃষি অফিস হলরুমে আয়োজিত এ সভায় সমাজের নানা সমস্যার সমাধানে নাগরিক সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান।

সভায় সভা প্রধানের দায়িত্ব পালন করেন নাগরিক সমাজ সংগঠনের সদস্য আয়েশা সিদ্দিকা খাদিজা।

পল্লীশ্রী হোপ প্রকল্পের এরিয়া কোঅর্ডিনেটর তাইবাতুন নাহার প্রীতির সার্বিক পরিচালনায় আয়োজিত এ সভায় মানবাধিকার, বাল্য বিবাহ প্রতিরোধ, সামাজিক অসংগতি ও নারী নির্যাতন প্রতিরোধে নাগরিক সমাজের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সুবির কুমার দত্ত, সদস্য রবিউল ইসলাম রবি, রাজিকুল ইসলাম রনি, কাজী সাইফুল ইসলাম, রত্না রানী, জান্নাতি প্রমুখ।