নরসিংদীতে অভিযান টের পেয়ে সটকে পড়ল অবৈধভাবে বালু উত্তোলনকারীরা

নরসিংদীতে অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। সোমবার (১০ মার্চ) সকালে এ অভিযান চালানো হলেও সটকে পড়ে বালু উত্তোলনকারীরা।

জানা গেছে, নরসিংদী সদর উপজেলা ও রায়পুরা উপজেলার মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও কৃষিজমি হতে মাটি কাটা বন্ধে অভিযান পরিচালনার নির্দেশ দেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।

নির্দেশনা মোতাবেক সোমবার সকাল ৯টার দিকে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের নিয়ে অভিযানে যান জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার রাজীব দাশ পুরকায়স্থ ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন।

নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের চরমাধবপুর মৌজা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার মেঘনা নদীর মধ্যবর্তী স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের বিরদ্ধে অভিযানের যাওয়ার আগেই সটকে পড়ে বালু উত্তোলনকারীরা।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন জানান, ঘটনাস্থলে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের চিহ্ন পাওয়া গেছে। তবে এ সময় দুস্কৃতিকারীদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।