দেশের গণতন্ত্রকে বিঘ্নিত করতে একটি মহল চক্রান্ত করছে- মীর শাহে আলম

‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র ফিরে আসবে। দেশের গণতন্ত্রকে বিঘ্নিত করতে একটি মহল চক্রান্ত করছে। বর্তমানে দেশের অর্থনীতির অবস্থা শোচনীয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে।

‘তিনি বলেন, আমরা ফ্যাসিবাদকে তাড়িয়েছি। এখন অপেক্ষা করছি জনগণের যে আশা–আকাঙ্ক্ষা, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের যে স্বপ্ন তার আলোকে আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। দেশের অভ্যন্তরীণ বিষয়ে কিছু কিছু ব্যক্তি–গোষ্ঠী ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে’।

বুধবার (১২ মার্চ) বিকেলে বুড়িগঞ্জ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বুড়িগঞ্জ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ও বুড়িগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোকাব্বর হোসেনের সভাপতিত্বে ভোট কেন্দ্র কমিটির সদস্য, সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সন্মানে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, সাধারন সম্পাদক এ্যাড. আব্দুল ওহাব, সাবেক সাধারন সম্পাদক এস এম তাজুল ইসলাম।

সাংগঠনিক সম্পাদক মাষ্টার হারুনুর রশিদ, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক আনোয়ারুল ইসলাম মুকুল, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাছুম, সাধারন সম্পাদক রায়হানুল হক রনি, উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান।

উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক একেএম ইদ্রিস আলী, যুগ্ম সম্পাদক আব্দুল হান্নান, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান, উপজেলা কৃষক দল নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আফছার আলী, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক আব্দুল্লাহ যোবায়ের, সিনিয়র সহ-সভাপতি রনি মিয়া।

সাংগঠনিক সম্পাদক সামিউল আলম আক্কাস, পৌর যুবদলের সভাপতি আবু শাহিন, সাধারণ সম্পাদক মাহদী হাসান তমাল, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সুজন, সহ-সভাপতি আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান বুলেট, শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম সোহেল, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহিনুর ইসলাম শাহীন, যুগ্ম সম্পাদক শামীম হোসেন।

পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুয়েল হোসেন বাপ্পি, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারিক মোল্লা, সিনিয়র সহ-সভাপতি আইয়ুব কাজী, যুগ্ম সাধারন সম্পাদক জনি মন্ডল , মহিলা দল নেত্রী মিনারা বেগম, খাদিজা আক্তার, শ্রমিক দল নেতা রেজাউল, মিজানুর রহমান, এজাজুল, সাইফুল, মৎস্যজীবী দল নেতা রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মীর মুন, সাংগঠনিক সম্পাদক তারেক মিলু।

সহ-সভাপতি আল রাহী, পৌর ছাত্রদলের সভাপতি শাহিনুর ইসলাম আলামিন, সাধারণ সম্পাদক সাকিব হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন বাঘ, ইউনিয়ন বিএনপি নেতা ওবায়দুর রহমান, প্যানেল চেয়ারম্যান আবুল কালাম, রাজেকুল ইসলাম, যুবদল নেতা আজাদ, আলিফ, হিরু, স্বেচ্ছাসেবক দলনেতা রওশন, মিজান প্রমূখ।