যশোরের মনিরামপুরে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

যশোরের মনিরামপুরে বালতির পানিতে পড়ে আরশি খাতুন নামের দেড় বছর বয়সী এক শিশু মারা গেছে। বুধবার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার ধলিগাতী পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। আরশি ওই গ্রামের ইকবাল হোসেনের মেয়ে। প্রতিবেশী আজহারুল ইসলাম বলেন- আরশি বাড়িতে খেলছিল।

বাড়িতে টিউবওয়েলের ধারে বালতিতে আনুমানিক ৮-১০ ইঞ্চি পানি রাখা ছিল। একপর্যায়ে শিশুটি উপুড় হয়ে বালতির পানিতে পড়ে যায়। স্বজনরা শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বালতির ভেতরে পড়ে থাকতে দেখেন। পরে শিশুটিকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরশির মত্যু হয়।

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আলেক উদ্দিন বলেন- পানিতে পড়া শিশুটিকে দুপুর ১টার দিকে স্বজনেরা হাসপাতালে নিয়ে আসেন। আমরা ইসিজি করে তার পালস (হৃৎস্পন্দন) কিছুটা আছে এমনটি অনুমান করতে পেরেছিলাম। পরে স্বজনেরা তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেছেন।