নীলফামারীতে এতিম শিশুরা পালন করলো

নীলসাগর গ্রুপের চেয়ারম্যান এবং দৈনিক খেলা কাগজের সম্পাদকের জন্মদিন

নীলফামারীতে এতিম শিশরা জাকজমক অনুষ্ঠানে পালন করলেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান এবং দৈনিক খেলা কাগজের সম্পাদক প্রকৌশলী আহসান হাবীব লেলিনের জন্মদিন। তারা কাটলেন কেক, সকলে মিলে করলেন আনন্দ উল্লাস।

নীলফামারী শিশু পরিবারে বৃহস্পতিবার (১৩ মার্চ) ন্ধ্যায় ওই আয়োজন করা হয়। সেখানে অর্ধশতাধিক এতিম শিশু অংশগ্রহন করেন ওই অনুষ্ঠানে। সেখানে মাহে রমজান উপলক্ষে তাদেরকে সরবরাহ করা হয় ইফতার। এরপর কেক কেটে উপভোগ করেন জন্মদিনের আনন্দ। এরপর তাদেরকে সরবরাহ করা হয় রাতের উন্নত খাবার।

এসব আয়োজনে অংশ নিয়ে উচ্ছসিত হয়ে পড়েন এতিম শিশুরা। তারা দীর্ঘজীবন কামনা করেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান এবং দৈনিক খেলা কাগজের সম্পাদক প্রকৌশলী আহসান হাবীব লেলিনের। জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিয়ে নিজেকে ধন্য মনে করেন অংশগ্রহনকারী শিশুরা। তারা দোওয়া করেন মহান ওই ব্যক্তির জন্য।

এমন অনুষ্ঠানে অংশ নিয়ে অনেকে হয়ে পড়েন আবেগাপ্লুত। কেননা এসব শিশুর ভাগ্যে কখনো জোটেনি জন্ম দিন পালনের আনন্দ।এসময় উপস্থিত ছিলেন নীলসাগর গ্রপের উদেষ্টা ও নীলফামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আফজালুল হক, জেলা সমাজ সেবা দপ্তরের প্রবেশন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, নীলফামারী সরকারি শিশু পরিবারের ত্বত্তাবধায়ক হৃদয় হোসেন।

নীলসাগর গ্রুপের ডোর টু ডোর কর্মসূচির ইনচার্জ মো. আওরঙ্গজেব সুজন, একই কর্মসূচির মনিটরিং কর্মকর্তা রবিউল ইসলাম লিটন, মানবসম্পদ কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, অমিত চাকী, হিসাব কর্মকর্তা আব্দুর রহিম প্রমুখ।এবিষয়ে নীলফামারী সরকারি শিশু পরিবারের ত্বত্তাবধায়ক হৃদয় হোসেন বলেন,‘শিশু পরিবারে জন্মদিনের এমন জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিয়ে শিশুরা খুবই আনন্দিত।

তারা জন্মদিনের আনন্দের কথা শুনেছে কিন্তু নিজের জন্মদিন পালনের সাধ তাদের পূরণ হযনি কখনো। নীলসাগর গ্রুপের চেয়ারম্যান এবং খোলা কাগজের সম্পাদকের জন্দদিন পালনের মধ্যদিয়ে তাদের সে সাধ পূরণ হলো।