নেত্রকোনার দুর্গাপুরে এক মায়ের আকুতি আমার ছেলেরে আইন্যাদেও

বাজারে যাওয়ার কথা বলে বাড়িথেকে বের হয়ে ২২ দিন যাবৎ নিখোঁজ রয়েছে বুদ্ধি প্রতিবন্ধী এমদাদুল হক(২২)। তার সন্ধানে থানায় সাধারণ ডায়েরি(জিডি)করা হয়েছে। এ ঘটনাটি ঘটেছে নেত্রকোনার দুর্গাপুরে। (১৫ মার্চ) শনিবার সকালে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন এমদাদুলের মা মঞ্জুয়ারা খাতুন।

থানায় করা ডায়েরি সূত্রে জানা গেছে, গত ২১ ফেব্রæয়ারী শুক্রবার সকালে চন্ডিগড় এলাকা থেকে নিখোঁজ হয় এমদাদুল হক। তার গায়ের রং কালো, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, তার পড়নে ছিল লালরঙের জ্যাকেট, লুঙ্গি ও মাথায় লাল রঙের টুপি।

প্রতিবন্ধী ছেলে এমদাদুল হককে ফিরে পাওয়ার আকুতি জানিয়ে তার মা মঞ্জুয়ারা খাতুন বলেন, আমার ছেলে চন্ডিগড় বাজারে যাওয়ার কথা বলে সকালে বাড়ি থেকে বেরিয়ে যায়। মাগরিবের নামাজের পরও বাড়িনা ফিরলে আত্মীয় স্বজনদের খোঁজ নিতে বলি। কিন্তু কেউ কোথাও খুঁজে পায়নি। আমার ছেলেকে সবাই মিলে খুঁজে দেন। এই বলে আহাজারিও করেন তিনি।

এ নিয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাকে খুঁজে পেতে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।