দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন- মীর শাহে আলম


বগুড়া জেলা বিএনপির সহ- সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম বলেছেন, জনগণ চায় ভোটের অধিকার। ১৭ বছর ভোটের অধিকারের জন্য মানুষ আন্দোলন করে আসছে।
অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই, দ্রুত নির্বাচন দিয়ে ভোটের অধিকার ফিরিয়ে দিন। জনগণ যাকে ভোট দিবে, সে দলই সরকার গঠন করবে। অন্তবর্তী সরকারের ৭ মাস পার হলেও নির্বাচন নিয়ে দৃশ্যমান কোন উদ্যোগ চোখে পড়েনি। অহেতুক সময়-ক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, তাতেই সকলের মঙ্গল। অন্তর্বর্তী সরকারের উচিত কথা কম বলে, দ্রুত কাজ করা।
এসময় তিনি আরও বলেন, রাজনীতিবিদেরাই এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে অতীতে কাজ করেছে, ভবিষ্যতেও করবে। পতিত স্বৈরাচার সরকার ১৭ বছরে দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে এ দেশ থেকে পালিয়ে গেছে।
তাই আগামীর বাংলাদেশ হতে হবে জাতীয়তাবাদী শক্তি ও গরীব মেহনতি মানুষের বাংলাদেশ। বিএনপির ৩১ দফায় সেই কথা বলা হয়েছে। সেখানে সংস্কার এবং কীভাবে রাষ্ট্র চলবে, সরকার কীভাবে জনগণের সেবা করবে তা স্পষ্ট করেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৫ মার্চ) বগুড়ার শিবগঞ্জের গুজিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শিবগঞ্জ ইউনিয়ন বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলি বলেন তিনি।
শিবগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওয়ারেছ আলী আকন্দের সভাপতিত্বে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক এ্যাড. আব্দুল ওহাব, সাবেক সাধারন সম্পাদক এস এম তাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, সাংগঠনিক সম্পাদক মাষ্টার হারুনুর রশিদ, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক আব্দুল করিম, যুগ্ন সম্পাদক ফারুক হোসেন।
উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সাবু, সহ-সভাপতি আফছার আলী, শিবগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ, সাংগঠনিক সম্পাদক শিহাব সুইট, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাছুম, সাধারন সম্পাদক রায়হানুল হক রনি, উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান।
উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক একেএম ইদ্রিস আলী, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রনি মিয়া, পৌর যুবদলের সভাপতি আবু শাহিন, সাধারণ সম্পাদক মাহদী হাসান তমাল, শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম সোহেল, তাঁতী দল সাধারণ সম্পাদক আবু বক্কর, মহিলা দল নেত্রী মিনারা বেগম, প্যানেল চেয়ারম্যান ফাইমা আক্তার, শ্রমিক দল নেতা রেজাউল, মিজানুর রহমান, ইউনিয়ন বিএনপি নেতা শফিকুল ইসলাম সান্তুসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন