বগুড়ার শিবগঞ্জে ধর্ষণ বিরোধী মিছিল সমাবেশ

বগুড়ার শিবগঞ্জে ধর্ষণ, ছিনতাই, ডাকাতি ও খুনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

রবিবার (১৬ মার্চ) বেলা ১২টায় শিবগঞ্জের সর্বস্তরের শিক্ষার্থীর ব্যানারে এ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।

শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মীর মুগ্ধ স্কয়ারে সমাবেশে মিলিত হয়।

শিক্ষার্থী সুমাইয়া মুস্তাকিনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, সাব্বির খান, সিহাব, সাহেদ, জাহাঙ্গীর, তোহা, মহান, ফাহিম, সিহাব, মলি, হৃদয়, তারাজুল, মাসুদ, জেরিন, নুরনবীসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

সমাবেশে বক্তারা ধর্ষণের সংখ্যা বাড়ার আগে ধর্ষকের ফাঁসি ও সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের নিকট দাবী জানান।