রাঙামাটিতে বজ্রাঘাতে যুবকের মৃত্যু


রাঙামাটির লংগদু উপজেলায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার বগাচতর ইউনিয়নে কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।
নিহত জাবেদ আলী (২০) ওই ইউনিয়নের বগাচতর মুসলিম ব্লক এলাকার বাবুল হোসেনের ছেলে।
লংগদু সদর হাসপাতালের চিকিৎসক মোস্তফা মনির বিষয়টি নিশ্চিত বলেছেন, স্বজনরা হাসপাতালে আনার আগেই জাবেদের মৃত্যু হয়। তার শরীরের বেশকিছু অংশ বজ্রপাতে পুড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে জাবেদ পরিবারের সঙ্গে নিজেদের কৃষিজমিতে কাজ করতে যান। দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে জাবেদের শরীর ঝলসে যায়। দ্রুত তাকে উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে যান স্বজনরা।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, বজ্রাঘাতে এক যুবকের মৃত্যুর বিষয়টি শুনেছি। এ ব্যাপারে মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন