নেত্রকোণায় রমজান মাসব্যাপী বয়স্কদের জন্য কোরআন শিক্ষার আয়োজন

নেত্রকোণার মোহনগঞ্জে ব্যাতিক্রমী এই আযোজন করে মাওলানা আবদুল হেলিম খান ফাউন্ডেশন নামে একটি সামাজিক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিগত ১০ বছর ধরে শিক্ষা, সংস্কৃতি, দূর্যোগ মোকাবেলা, অসহায়দের পাশে দাড়ানো ইত্যাদি নানা ধরনের কার্যক্রম চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় পবিত্র রমজান মাসে দ্বীনি শিক্ষার অংশ হিসাবে এই কার্যক্রম প্রথমা বারের মত শুরু করা হয়।

উপজেলায় ৬৪ টি মসজিদকে কেন্দ্র করে এই কার্যক্রম চালু করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ১৪/১৫জন বয়স্ক লোককে এই কোরআন শিক্ষা প্রদান করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রেই আরবীতে দক্ষ লোককে শিক্ষকের দায়িত্ব প্রদান করা হযেছে।

মাওলানা আবদুল হেলিম খান ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা আব্দুল আওয়াল খান জানান, গ্রামের বয়স্ক মানুষ যাদের জীবনে কোরআন শিখার বা পড়ার সুয়োগ হয়নি তাদের নিয়েই এই প্রকল্প শুরু। তিনি বলেন মানুষ জীবিকার তাগিদে কিংবা দারিদ্রতার চরম বাস্তবতায় জীবনের অনেক কাজই অসম্পূর্ণ থেকে যায়। তারমধ্যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

ধর্মকে জানলে মানুষের আত্মা শুদ্ধ হয়, জ্ঞান বিকশিত হয় আর সমাজ-সংসার ও দেশ সুন্দর হয়। আব্দুল আওয়াল খান একজন প্রবাসী সিনিয়র চার্টার্ড একাউন্টেড ও ব্যবসায়ী।

এই প্রকল্পে সমন্বয়ক হিসাবে কাজ করছেন আজিজুল হক, হাবিবুর রহমান হবি, মজিবুর রহমান, দিলাল মেম্বার, সিয়ামুন ইসলাম রূপক ও তাপস দেবনাথ। প্রকল্পটিতে শিক্ষা কার্যক্রমে সার্বক্ষনিক কাজ করছেন মাওলানা লুৎফর রহমান, মাওলানা জুনায়েদ আহমেদ, মুফতি আবুবকর সাইফি, মাওলা সাইফুল আলম এবং মাওলানা শামসুল হক।