ময়মনসিংহের গৌরীপুরে খেলাফত মজলিশের কমিটি ঘোষণা

ময়মনসিংহের গৌরীপুর খেলাফত মজলিশের কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) ইফতারপূর্ব সময়ে উপজেলার পৌর শহরের স্থানীয় হারুন পাক মাঠে এই কমিটি ঘোষণা করেন খেলাফত মজলিশ ময়মনসিংহ পূর্ব জেলা কমিটির সাধারণ সম্পাদক মুফতী শামসুল ইসলাম রাহমানী।
মাওলানা আব্দুল হান্নানকে সভাপতি ও মোঃ আলিম উদ্দীনকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মুফতী আমিনুল ইসলাম, মাওলানা আব্দুস ছোবহান, মাওলানা জইন উদ্দিন, মাওলানা মাহমুদুল হক, আবু তালেব, মাওলানা আব্দুল আজিজ, সহ-সাধারণ সম্পাদক ডা. মাহবুব আলম, ডা. মারফত আলী, মাওলানা হেদায়েত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মুফতী আব্দুল্লাহ হোজাইফা, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হাকিম।
মোঃ শিহাব উদ্দিন, হাফেজ আলী আহমেদ, বায়তুল মাল সম্পাদক হাফেজ ফেরদাউস, সহ-বায়তুল মাল সম্পাদক মাওলানা অলিউল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক ক্বারী ফজলুল হক, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, অফিস সম্পাদক হাফেজ মাওলানা ইমাম হোসেন, সহ-অফিস সম্পাদক হাফেজ রাকিবুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ মোঃ আল আমিন।
সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ হায়াতুল ইসলাম, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আজিজুল হক আশিক, সদস্য মাওলানা হাশিম উদ্দিন, মোঃ আব্দুল মান্নান, মাহমুদুল হাসান মিলন, শিহাব উদ্দিন, আঃ কাদির, হাফেজ রফিকুল ইসলাম, হাফেজ শফিকুল ইসলাম, মোঃ আবুল ফজল ও হাফেজ নিজাম উদ্দিন।
পরে হাফেজ আবু ছাঈদকে আহবায়ক ও মোঃ ইউসুফ আলীকে সদস্য সচিব ৫ সদস্য গৌরীপুর পৌর কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম আহবায়ক মোঃ হেলাল উদ্দীন, হাফেজ ওয়েস কোরেনী, সদস্য সাজ্জাতুল ইসলাম জুয়েল, সাজ্জাতুল ইসলাম বাবু।
খেলাফত মজলিশ কমিটি গঠনকল্পে আলোচনা সভায় বক্তব্য রাখেন খেলাফত মজলিশ ময়মনসিংহ পূর্ব কমিটির সভাপতি মুফতী রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আনিছুর রহমান, উপজেলা কমিটির মাওলানা আব্দুল হান্নান, মোঃ আলীম উদ্দিন প্রমুখ।
পরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন