গাজায় হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিবাদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি মঞ্চ থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ফিলিস্তিনের স্বাধীনতার প্রতি সংহতি প্রকাশ করেন।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, “গাজায় নিরীহ মানুষের ওপর ইসরায়েলের হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন। বিশ্ব সম্প্রদায়ের উচিত দ্রুত এই গণহত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া।”
তারা আরও বলেন, “যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনিদের ওপর বারবার হামলা চালিয়ে ইসরায়েল তার আগ্রাসন অব্যাহত রেখেছে। আমরা সবসময় নিপীড়িত মানুষের পাশে থাকব এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাবো।”
পরে শিক্ষার্থীরা গাজার জনগণের জন্য বিশেষ দোয়া করেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন