নওগাঁর পত্নীতলায় বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পত্নীতলা থানা ও নজিপুর পৌর বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার (২৬ মার্চ) উপজেলা সদর নজিপুর পাবলিক মাঠে উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পত্নীতলা থানা বিএনপি’র সভাপতি আক্কাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক নওগাঁ-২ আসনের সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খান জোহা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক নান্নু, নজিপুর পৌর বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব ওয়াজেদ আলী। এসময় জেলা, উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন