চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে কুড়িগ্রামের চিলমারীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

চরের মানুষের জীবন মান উন্নয়নে “চর বিষয়ক মন্ত্রণালয়ের” দাবিতে কুড়িগ্রামের চিলমারীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সারাদিনব্যাপী চিলমারী উপজেলা চর উন্নয়ন কমিটির আয়োজনে উপজেলার চর কড়াই বরিশাল ঘাট নদী তীরবর্তী এলাকায় চিলমারী উপজেলা চর উন্নয়ন কমিটির আহবায়ক আবু হানিফা’র সভাপতিত্বে অনুষ্ঠ্যেয় মানববন্ধন, সমাবেশ ও সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির আহবায়ক শিক্ষাবিদ ও বিশিষ্ট সাংবাদিক শফিকুল ইসলাম বেবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, জেলা চর উন্নয়ন কমিটির সদস্য সচিব এস,এম আশরাফুল হক রুবেল, যুগ্ম আহবায়ক অধ্যাপক মোখলেছুর রহমান, সুপ্রীম কোর্টের সাবেক বিচারক ও আইনজীবী আজিজুর রহমান দুলু, ডিপুটি এটর্নি জেনারেল এ,এফ,এম সাইফুল করিম সুমন, কুড়িগ্রামের পাবলিক প্রোসিকিউটর (পিপি) বজলুল রশিদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চিলমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার, জেলা চর উন্নয়ন কমিটির অন্যতম সদস্য ডা, রকিবুল হাসান বাঁধন, চিলমারী প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু, প্রেসক্লাব চিলমারীর সভাপতি সহকারী অধ্যাপক মনিরুল আলম লিটু, সাধারণ সম্পাদক সাবেদ আলী মন্ডল সবুজ,চিলমারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন,৫নং চিলমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম, প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বিশিষ্ট সাংবাদিক ও সহকারি অধ্যাপক ফজলুল হক।