দিনাজপুরের বীরগঞ্জে শয়নকক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার

দিনাজপুরের বীরগঞ্জে জাহিদ হাসান রনি (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) ভোররাতে উপজেলার পৌরসভার ৫ নং ওয়ার্ড হাটখোলা মহল্লার নিজ শয়ন কক্ষ হতে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জাহিদ হাসান রনি ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে। পেশায় তিনি একজন রিকশাচালক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, জাহিদ হাসান রনি মাদকাসক্ত ছিলেন। সোমবার রাতে খাবার খেয়ে নিজের ঘরে ঘুমাতে যান। রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে পরিবারের লোকজন ঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ হয়।

পরে দরজা ভেঙে তারা ভেতরে ঢুকে পরিবারের লোকজনই ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে। এরপর রাত ৪টার দিকে তারা পুলিশকে খবর দেয়।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং প্রাথমিক আলামত সংগ্রহ করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেশাগ্রস্ত অবস্থায় জাহিদ আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।