জয়পুরহাটের পাঁচবিবিতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ

২০২৪-২৫ অর্থ বছরের খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় ২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে বিনামূল্যে আউস ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা ১২ টায় পাঁচবিবি উপজেলা পরিষদ মিলায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ওই প্রণোদনা বিতরণ কর্মসূচীর আয়োজন করে।
কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় আউস ধানের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবাইদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, উপজেলা জামায়াতের আমীর ডাঃ সুজাউল করিম, উপসহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমূখ।
২০২৪-২৫ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় পাঁচবিবি উপজেলার পৌরসভাসহ ৮ ইউনিয়নের ২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে বিনামূল্যে আউস ধানের বীজ ও রাসায়নিক সার তুলে দেওয়া হয়। এতে প্রতি জন কৃষকদের মাঝে ২০ কেজি রাসায়ানিক সার ও ৫ কেজি ডিএপি ও কেজি করে আউস ধানের বীজ প্রদান করা হয়।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন