ভারি বৃষ্টিপাতে ভারত ও নেপালে প্রাণহানি ১০০

ভারত ও নেপালের বিভিন্ন অঞ্চলে বুধবার থেকে ভারি বৃষ্টিপাতের কারণে শুক্রবার পর্যন্ত অন্তত ১০০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আগামী দিনগুলোতেও ভারি বৃষ্টিপাতের আশঙ্কা করছে ভারতের আবহাওয়া বিভাগ।
ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) গত বুধবারই দেশটির জন্য একাধিক বিপদসংকেত জারি করে। যার মধ্যে ছিল- পশ্চিমাঞ্চলে তীব্র গরমের সতর্কতা এবং পূর্ব ও মধ্যাঞ্চলে বজ্রঝড় ও বৃষ্টিপাতের আশঙ্কা।
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, রাজ্যে বৃষ্টিপাত-সংক্রান্ত বিভিন্ন দুর্ঘটনায় কমপক্ষে ৬৪ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশে ২০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
অন্যদিকে, নেপালে বজ্রপাত ও ভারি বৃষ্টিপাতে অন্তত ৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে সে দেশের জাতীয় দুর্যোগ কর্তৃপক্ষ।
এদিকে ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার পর্যন্ত পূর্ব ও মধ্য ভারতজুড়ে বজ্রসহ ভারি বৃষ্টিপাত, ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোর আশঙ্কা রয়েছে।
প্রসঙ্গত, ভারতজুড়ে বর্ষাকাল সাধারণত জুন মাসে দক্ষিণাঞ্চল থেকে শুরু হয়। সাম্প্রতিক বছরগুলোতে গ্রীষ্মকালজুড়ে ব্যাপক তাপপ্রবাহ লক্ষ করা গেছে। যা প্রাণহানির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।
ভারতের আবহাওয়া অধিদপ্তর গত সপ্তাহেই পূর্বাভাস দিয়েছিল যে, এপ্রিলে ভারতজুড়ে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি তাপমাত্রা দেখা যাবে। সূত্র: যুগান্তর

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন