নওগাঁর পত্নীতলায় জিয়া সাইবার ফোর্সের পরিচিতি সভা অনুষ্ঠিত

নওগাঁর পত্নীতলায় জিয়া সাইবার ফোর্স পত্নীতলা উপজেলা শাখার পরিচিতি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নজিপুর বাস স্ট্যান্ড মাতাজী রোডস্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জেড ফোর্স পত্নীতলার আহবায়ক আব্দুল ওহাবের সভাপতিত্ব ও মাহাবুবুর, মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আহ্বায়ক এমরান হোসেন ও প্রধান বক্তা জেলা কমিটির সদস্য সচিব সামিউল ইসলাম পারভেজ।

অন্যান্যদের মধ্যে কেন্দ্র কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল হক রানা, সহ-সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম ইপু ,সদস্য আবু বক্কর সিদ্দিক, জেলা কমিটির ইমরান হোসেন আকিব যাওয়ার চৌধুরী ,রাকিবুল হাসান আরিফুল ইসলাম, হামিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, সারা দেশ যখন জেলা মহানগর থানা পর্যায় যত নেতার কথাই বলেন তাদের মাঝে অনেকেই যখন বিএনপি করি বলার সাহস রাখেনি তখন (এরা) জিয়া সাইবার ফোর্স এর সদস্যবৃন্দ দলীয় সকল সংবাদ প্রচার প্রচারনায় ছিল সাহসী ভূমিকায়।

জিয়া সাইবার ফোর্স ভবিষ্যতে দেশের নতুন প্রজন্মকে জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়ে কাজ করছে। পাশাপাশি, তারা সাইবার সিকিউরিটি ও ফ্যাক্ট চেকিং কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা করছে। সংগঠনটি সাইবার স্পেসে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাজনীতির প্রচার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করে যাচ্ছে।