খাগড়াছড়ির রামগড়ে বালু উত্তোলনে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড

খাগড়াছড়ি পার্বত্য জেলা রামগড় উপজেলায় বালু উত্তোলনে দুই ব্যবসায়ীকে ২লক্ষ টাকা অর্থদন্ড নির্বাহী ম্যাজিষ্ট্রেড। জেলা রামগড় উপজেলায় দুই ব্যাক্তিকে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত থাকার দায়ে বালু খেকো ব্যবসায়ী মো: সামসু ও বাবুল মিয়াকে ২লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার ১নম্বর ইউনিয়নের ৭নম্বর ওয়াডের নজিরটিলা নামক স্থানে বালু উত্তোলনকারীর সাথে জড়িত দুই ব্যক্তিদ্বয়কে ১লক্ষ টাকা অর্থদন্ড প্রদান পূর্বক আদায় করে নেন ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে-অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত থাকার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০এর ১৫ধারায় উক্ত দুই ব্যক্তিকে এ অর্থদন্ড প্রদান পূর্বক আদায় করা হয়।
রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন এ প্রতিনিধিকে জানান, উপজেলার একমাত্র বৈধ পয়েন্ট ব্যতীত অন্য কোন পয়েন্টে কাউকে অবৈধ পন্থায় বালু উত্তোলনে কোন প্রকার ছাড় দেয়া হবে না।
এ অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরো জানান,আদায়কৃত অর্থ দ্রæুত সরকারি কোষাগারে চালানের মাধ্যমে জমা প্রদান করা হবে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন