শিক্ষা উপদেষ্টার সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

মাননীয় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

রবিবার (২৭ এপ্রিল) অপরাহ্নে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে উপাচার্য নোবিপ্রবির প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আগামী ২২ জুন ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য `রিসার্চ ফেয়ার ও অ্যাকাডেমিক এক্সিলেন্সি অ্যাওয়ার্ডস’ ((Research Fair & Academic Excellences Awards)) অনুষ্ঠানের আমন্ত্রণপত্র তুলে দেন। এ সময় মাননীয় উপদেষ্টা সাদরে নোবিপ্রবির আমন্ত্রণ গ্রহণ করেন।

মতবিনিময়কালে নোবিপ্রবি উপাচার্য উপদেষ্টার কাছে বিশ্ববিদ্যালয়ের গুণগত উচ্চশিক্ষার স্বার্থে শিক্ষক ও অবকাঠামো চাহিদার কথা তুলে ধরেন। নোবিপ্রবি উপাচার্য এসময় উপদেষ্টাকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনাসমূহের সর্বশেষ অবস্থা সম্পর্কে অবহিত করে নোবিপ্রবির উন্নয়নে তাঁর সহযোগিতা কামনা করেন।