পটুয়াখালীর কলাপাড়ায় ১৩২০ মেগাওয়াট পাওয়ার প্লান্টে ভয়াবহ আগুন

সর্বোদক্ষিণের জেলা পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণকাজ শেষে সদ্য চালু হওয়া পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ( আর এন পি এল) স্ক্র্যাপ শেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রায় ২০ একর এরিয়ার স্ক্র্যাপ শেডে আগুন দ্রুত ছড়িয়ে যায় । এসময় আগুনের লেলিহান শিখা দেখে গোটা এলাকার মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে সেখানকার ১৩-১৪টি ডিউটি পোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে । তবে অগ্নিকান্ডের স্থলে অন্তত হাজার টন স্ক্র্যাপসহ লোহা-লক্কর রয়েছে। তবে এখনও পর্যন্ত এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
পরে ফায়ার সার্ভিসের দুটি টিম ও বিদ্যুৎ কেন্দ্রের দুটি টিম রাত সাড়ে দশটায় আগুন নিয়ন্ত্রনে আনে। এছাড়া উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।
পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক সেলিম ভূঁইয়া জানান, মূল পাওয়ার প্লান্টের কোন ক্ষতি হয়নি। বিষয়টি নাশকতা কি না তা এই মুহূর্তে নিশ্চিত হওয়া যায়নি।
কলাপাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার ইলিয়াস হোসাইন বলেন, আগুন নিয়ন্ত্রনে এসেছে। আগুন নির্বাপনের কাজ এখনো শেষ হয়নি।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন